নাগরিক সাংবাদিকতার প্লাটফর্ম বিডি ব্লগ

জয়নাল আবেদীন
Published : 19 Feb 2016, 08:34 PM
Updated : 19 Feb 2016, 08:34 PM

দেশে গণমাধ্যমের উৎকর্ষ চলছে- তাতে কোনো সন্দেহে নেই। প্রশ্ন আছে একটা জায়গায়, আজকের দিনের সাংবাদিকতা কতটা মানুষের জন্য? একেকটি শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থরক্ষায় গড়ে ওঠা মিডিয়া মানুষের প্রত্যাশা পূরণের দৌঁড়ে অনেকখানিই পিছিয়ে আছে।

নাগরিক যখন নিজেই নিজের মত প্রকাশের স্বাধীনতা এবং প্লাটফরম খুঁজে পান, সেটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। সেই আশার জায়গাটি তৈরি করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সাম্প্রতিক সময়ের নানাবিধ পরিস্থিতির কারণে ব্লগ বা ব্লগার সম্পর্ক সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সক্ষম।

সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা শুধু ব্লগারদের মত প্রকাশ নয়, গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ের এক দর্পন বলা চলে। এখানে প্রতিফলিত হচ্ছে নগর জীবনের নানা গল্প। এই ব্লগ এখন ছয় বছরের প্রারম্ভিকতায়।

পঞ্চম বর্ষপূর্তি ‍উপলক্ষে বসন্তের এক বিকেলে হয়ে গেলো আনন্দ আয়োজন। কেক কাটা, সংকলনের মোড়ক উন্মোচন, সম্মাননা, ‌র‌্যাফেল ড্র আর স্মৃতি হাতড়ে বেড়ানোর পংক্তিমালা। ব্লগারদের মিলনমেলা তো বটেই।

এই ব্লগে আমার যাত্রা একেবারেই নিকট অতীত। মাত্র সাত মাস। এর মধ্যে কখনো কখনো গতি হারিয়ে বসি। যতক্ষণ সচল ছিলাম, ততক্ষণে যে কটি লেখা দিয়েছি সেগুলো বলতে গেলে নাগরিক হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা বাসনাই।

'আমিই শিশু পাচারকারী!', 'সোহেল : লাখো তরুণের চেতনার বাতি', 'রুম নাম্বার ৮০৬', 'শিশুর অনিরাপদ পৃথিবী', 'চীনের ডায়েরি : সাগর পাহাড় সবুজ প্রকৃতির দেশে', 'ডাক্তার তোমার মূল্য কত?', 'মন্ত্রীর ফাঁকাবুলি' শিরোনামে প্রকাশিত ব্লগের লেখাগুলো প্রকৃতপক্ষে গণমানুষের মনের কথাই বলে। নাগরিকদের মধ্যে থেকে তাঁদের কথা তুলে ধরাই আমার কাছে নাগরিক সাংবাদিকতা। আজকের দিনে এই চর্চাটাই দরকার।

আমার কাছে 'অ্যাওয়ার্ড' মানেই অগণিত পাঠকের ভালোবাসা। লেখার চেষ্টা করি শুধু তাঁদের জন্যেই। কারো গাল বেয়ে গড়িয়ে পড়া কষ্টের অশ্রু মুছে দিতে পারলেই আমার সাংবাদিকতা সার্থক হয়।

'ইউনেস্কো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৪' পাওয়ার কিছু সময় আগে খবরটি পেয়েছিলাম। আজ একদম অপ্রস্তুত অবস্থায় দুই শব্দের নামটি ঘোষিত হলো বাংলা একাডেমির নজরুল মঞ্চে। অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম কেবলমাত্র দর্শক হিসেবে।

'নাগরিক সংবাদিক সম্মাননা ২০১৬' পাওয়ার মতো যোগ্য লেখক ব্লগে আরো অনেকেই আছেন। কর্তৃপক্ষ আমাকে ঋণী করেছেন। একইসঙ্গে উৎসাহিতও করেছেন আগামী দিনের জন্য। সম্মাননাপ্রাপ্ত অপর ব্লগার ফারদিন ফেরদৌসকে অভিনন্দন! কিছু কিছু অনুপ্রেরণায় মনটা সত্যিই আনন্দে ভিজে ওঠে।

সিটিজেন জার্নালিজম ব্লগে সাত মাসের পথচলায় যেগুলো লিখেছি, এসবের কোনটিই আমি পুরস্কারের আশায় লিখিনি। এটা শুধুমাত্র মনের খোরাক এবং কিছু অনিয়ম-দুর্ভোগের চিত্রায়ন। সাংবাদিকতার ছোট্ট ক্যারিয়ারে এমন অনেক অনুসন্ধানী প্রতিবেদন করেছি, যেগুলো নিঃসন্দেহে মানুষের নজর কেড়েছে। কোথাও পুরস্কার পেতে প্রতিবেদনগুলো জমা দিইনি।

আপনাদের ভালোবাসাই আমার কাছে বড় পুরস্কার। এটি সঙ্গী করেই দুর্গম পথে এগোতে চাই। কষ্টের পথ সবসময়ই রোমাঞ্চকর মনে হয়। সেই রোমাঞ্চের সীমানা ছাড়িয়ে নতুন আলোর পথে যতখানি যাব, তার সবটা জুড়েই আপনাদের নিরবিচ্ছিন্ন সমর্থন পাশে চাই।

আর কিছু নয়, একজন নাগরিক সাংবাদিক হয়েই মানুষের ভেতরে বেঁচে থাকতে চাই। বাঁচিয়ে রাখতে চাই এই প্লাটফরমটিকে। পাশাপাশি ব্লগ এবং ব্লগার সম্পর্ক জনমনে পুষে থাকা রোষে বিষ ঢেলে দিতে চাই সত্যিকারের সুন্দর সাংবাদিকতা দিয়ে। আমার কাছে সাংবাদিকতার জন্য মানুষ এবং মানুষের জন্যই সাংবাদিকতা।

লেখক : সাংবাদিক, news.joynal@gmail.com

ছবিসমগ্র