রাত পোহালে পাখি বলে…

কাজী শহীদ শওকত
Published : 24 May 2016, 00:38 AM
Updated : 24 May 2016, 00:38 AM

ভোরে উঠে জানলা খুলতেই পাখিদের হৈচৈ এই গাছে। ফাল্গুনে, চৈত্রে গাছটাতে সাদা সাদা ফুলে ভরে থাকে। কড়া ঘ্রাণ ছড়ায়। ছাতিম ফুলের ঘ্রাণের কাছাকাছি। তখন এখানে অনেক মৌমাছির ভিড় থাকে। বৈশাখের শেষ দিকে এই ফুল থেকে হলদে রঙের ফল হয়। দূর থেকে মনে হবে, ছোটো ছোটো হলুদ ফুলের থোকা। ফুলগুলো পেকে লাল হতে থাকে, আর পাখিদের ভিড় বাড়তে থাকে; সকাল-দুপুর-বিকাল। জ্যৈষ্ঠের শেষ অবধি, এমনকি আষাঢ়ের শুরুতেও এমন থাকে।

নাগরিক জীবনে সবুজের সংকট স্বাভাবিক। এর মাঝে সাত সকালে জানলা খুলে প্রকৃতির এই রূপ, পাখিদের কোলাহল– মন ভালো করে দেয়।

সেদিন হঠাৎ ইচ্ছে হলো, পাখিগুলোর ব্রেকফাস্টের দৃশ্যটার একটা ভিডিও নিয়ে রাখি। তবে এমন অদ্ভুত সুন্দর দৃশ্য আমার সামনে এসে উপস্থিত হবে– ভাবতেও পারিনি। একটা মা পাখি তার সদ্য ওড়তে শেখা বাচ্চাকে নিয়ে এসেছে। ওকে একটা ডালের পরে বসিয়ে রেখে মা পাখিটা সারা গাছময় উড়ে উড়ে পাকা ফল খুঁজছে, আর কিছুক্ষণ পরপর এসে বাচ্চাটাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। গত এক সপ্তাহে একদিনও বাচ্চাটাকে দেখা যায়নি। তার মানে, খুব সম্ভবত এই প্রথম ওর এই গাছে চড়া। পাখিদের আদর-সোহাগ, এবং আচরণ প্রশিক্ষণের আরও কিছু বিষয়াদি এখানে লক্ষণীয়, যা সাধারণত আমাদের নজরে আসে না।

—————————————————————————-

ভিডিওর রেজল্যুশন ভালো পেতে সেটিংস বদলে HD-তে দেখুন।