ফেসবুকে টেকনিক্যাল এরর! ব্ল্যাকআউট!

কৌশিক আহমেদ
Published : 1 August 2014, 04:17 PM
Updated : 1 August 2014, 04:17 PM

আজকে রাত পোনে দশটা থেকে ফেসবুক ঠিকমত দেখতে পারছি না। একটা এরর মেসেজ দেখাচ্ছে।হোম পেজ লোড হচ্ছে না। প্রোফাইল পেজ মাঝেসাঝে আসলেও কোনো কিছু আপলোড হচ্ছে না। কোনো নোটিফিকেশন নাই। মানে সম্পূর্ণরূপে ফেসবুক ব্ল্যাকআউট!

Sorry, something went wrong.

We're working on getting this fixed as soon as we can.

ফেসবুক না থাকা মানে এখন সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মত। মনে হয় কি যেনো কি হয়ে গেলো চারদিকে! অন্যান্য সকল মিডিয়ার সার্বজনীন প্রকাশের মাধ্যম এখন ফেসবুক যা সরাসরি কোটি কোটি মানুষকে যুক্ত করছে। কাজেই এক মিনিট না থাকা মানেই পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন!

এখন ১০ টা বেজে ২০ মিনিট – ফেসবুকের এরর ঠিক হয়নি। প্রায় ত্রিশ মিনিট হয়ে গেলো।