যমুনা ফিউচার পার্কের রাইডে আটকে থাকা মানুষ দেখে ভয়ে আঁতকে উঠবেন!

কৌশিক আহমেদ
Published : 13 Oct 2014, 06:16 AM
Updated : 13 Oct 2014, 06:16 AM

এমন দৃশ্য কল্পনা করা যায় না! রাইড বন্ধ হয়ে আছে এবং মানুষজন অনেক উঁচু থেকে বিশাল ঝুঁকি নিয়ে লোহার রড ধরে বেয়ে বেয়ে নামছে! ভয়ঙ্কর দৃশ্য!

একজন দৃশ্যটি ভিডিও করে ইউটিউবে দিয়েছে। আমি দেখলাম সামহোয়াইনব্লগে। ভিডিওটি পোস্ট করে উক্ত ব্লগার লিখেছেন,

'গত ৭/১০/১৪ তারিখে যমুনা ফিউচার পার্কের ৩৬০ শাফল রাইডটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। রাইডে আরোহীদের উদ্ধার করতে কর্তৃপক্ষের প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়। এই হচ্ছে অবস্থা। যে কোন সময় এসব রাইডে দূর্ঘটনা ঘটতে পারে কিন্তু পার্কের লোকজনের দূর্ঘটনা মোকাবেলা করার কোন প্রস্তুতি নাই।'

যমুনা ফিউচার পার্কের রাইডগুলো শহরের মধ্যে মনে হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং একই সাথে বৈচিত্রপূর্ণও। মানুষজন সেখানে যায়ও বেশী। ক্রমশ জনপ্রিয়ও হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা এত ঝুঁকিপূর্ণ রাইডগুলো চালানোর জন্য উপযুক্ত বা দ্ক্ষ নয়! খুবই ভয়ঙ্কর কথা!

সরকারেরর আশু দৃষ্টি কামনা করছি।