ব্লগ ব্ল্যাক আউট: প্রতিবাদের নতুন সংযোজন

কৌশিক আহমেদ
Published : 15 April 2012, 07:03 AM
Updated : 15 April 2012, 07:03 AM

সাগর-রুনি নিহত হয়েছে দুইমাসের বেশী হয়ে গেলো। দুইজন সাংবাদিক, তাদের পরিচিত বলয় গণমাধ্যম জুড়ে। অনেক স্পর্শকাতর তথ্য তাদের জানা থাকে পেশাগত কারণেই, তদ্রূপ তাদের সহকর্মীদের। এই খুনের মোটিভ সাধারণ মানুষ না জানলেও তার সহকর্মীরা জানে, প্রশাসন জানে – এটা নিশ্চিতভাবে ধরে নেয়া যায়। অপরাধী কারা – সেটা আমরা না জানলেও যাদের হাতে মিডিয়া তাদের না জানার কোনো যৌক্তিক কারণ নেই।

কিন্তু আমরা জানি না। আমরা সাধারণ মানুষ কেবল পরস্পরের বিবৃতি শুনে যাই। ব্লগাররা এবার এর জোড়ালো প্রতিবাদ জানিয়েছে – যার একটা ধরণ হলো ব্লগ ব্লাক আউট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ আজকে সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ব্লগ ব্লাক আউট পালন করেছে।

বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এই ব্লাক আউট নতুন মাত্রা নি:সন্দেহে যা ব্লগারদের প্রতিবাদী হয়ে ওঠার আরো জোড়ালো অবস্থানকে চিহ্নিত করে।