আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 8 August 2012, 10:08 PM
Updated : 8 August 2012, 10:08 PM

মশাই, মুখে যতই বলুন না কেন কাদা এড়িয়ে চলি, কিন্তু মাটির মানুষ আমরা, আর তাই বলেই বুঝি মাটির প্রতি, কাদার প্রতি আমাদের সহজাত, দূর্বার আকর্ষণ। কাদা নিয়ে খেলি, কাদা গায়ে মাখি, কাদা ছুঁড়ি- মাটির মানুষ মাটির সাথে মাখামাখি, মাটিতেই ফিরে আসি। আরে, আগে এভাবে ভেবে দেখেননি কখনও? কি বলছেন গুরু !!!! জলকেলি নয়, নয় মাছাক্কেলিও ….এখনই বরং হয়ে যাক একটা কাদা-কেলি; আসুন তবে দেখে নিই কিছু কর্দমাক্ত আবাল-বৃদ্ধ-বণিতাদের।

সেই নার্সারি থেকে শুরু!

আহা! কি আনন্দ কাদাতে-কাদাতে !

রেডি-সেডি….গোওওওওও!

খেলা শুরু !

ইয়েসসসস!

গাধা নাকি জল ঘোলা করে পানি খায়! আর মানুষ ….?

মৃৎশিল্প…!

ইয়ে! মানে… !!! এটা আসলে একটি নেপালি উৎসব । প্রতি বছর জাতীয়ভাবেই পালন করা হয় ফসল বোনার সময়কালে।

ওরে কাদাই কাদা ! ….ওরে মজ্জাই মজাআআআ !

ব্লগার স্পেশাল: ব্লগিয় কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে একটি কাদা-কাদা প্রতিবেদন


কাদা সম্পূর্ণরূপে তৈরী…কোন এক ব্লগারের কাদা ছোঁড়াছুঁড়ির প্রস্তুতি …

এই ব্লগার কাদার সাগরে এতোটাই মাখামাখি যে তাকে চেনাই যাচ্ছেনা ঠিকমত ! তবুও আপ্রাণ চেষ্টা করছেন চোরা-কাদা থেকে বার হয়ে আসতে ..কিন্তু সফল হবেন কি???


একজন উল্লসিত ব্লগার…বোঝাই যায় কাদা ছোঁড়াছুঁড়িতে ইনি বিজয়ী হয়েছেন …!

এরা হলো সাধারণ ব্লগার ! যারা কখনো কিছু বলতে চায় কিন্তু বলেনা, কখনো এড়িয়ে যেতে চায় আবার তাও পারেনা! কেউ উঠে দাঁড়াতে চায়, কেউ শুধু তাকিয়েই খেলা দেখে…………….. অবস্থানগত দূরত্ব এবং নৈকট্য যতই হোক না কেন কাদার ছিটে এদের গায়েও খানিকটা লেগেই যায়!


হোলি কাদা