ব্লগ নিয়ে অরুন প্রভুদেশাইয়ের সাক্ষাৎকার; অনুবাদে ব্লগার শেরিফ আল সায়ার

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 18 April 2011, 10:01 AM
Updated : 18 April 2011, 10:01 AM

একমাত্র লেখা এবং গঠনমূলক ভালো লেখাই আপনার ব্লগকে জনপ্রিয় করে তুলতে পারে। আপনার ব্লগে যদি ভালো লেখা থাকে তবে পাঠক সেখানে আসবেই।

ইন্টারনেটের ব্লগ আড্ডা নামক একটি সাইটে এমনটাই বলেছেন ভারতের জনপ্রিয় বিজনেস সলিউশন প্রতিষ্ঠান hover.in – এর সহযোগী প্রতিষ্ঠাতা অরুন প্রভুদেশাই।

ব্লগিং, প্রতিশ্রুতিশীল ব্লগার হয়ে ওঠা, ব্লগের প্রচারণা ইত্যাদি নিয়ে প্রাণবন্ত, সহজ-সরল বক্তব্য পাওয়া গেছে ভারতীয় এই ব্লগারের কাছ থেকে। আলোচনা করার মত, এবং নতুন-পুরাতন ব্লগারদের নতুন করে ভাবনার মত গোচর-অগোচরে থাকা কতগুলো বিষয় পাওয়া গেছে এই সাক্ষাৎকারে। যেমন –

১.বিষয় ভিত্তিক ব্লগিং
২. তথ্যপূর্ণ ব্লগ
৩. পাঠক ব্লগারদের সাথে ইন্টারএ্যাকশন
৪. ব্লগ প্রোমোশন
৫. ধৈর্য সহকারে ব্লগিং
৬. ব্লগ থেকে আয়
৭. ব্লগার/ব্লগিং মানসিকতা/আচরণ

বিভিন্ন প্রশ্নের বিপরীতে অরুন প্রভুদেশাই এর প্রতিক্রিয়া-পরামর্শমূলক সাক্ষাৎকারটির অনুবাদ করেছেন ব্লগার শেরিফ আল সায়ার। পুরো সাক্ষাৎকারটি পড়তে পারবেন প্রথম আলো ব্লগের "গঠনমূলক ভালো লেখাই আপনার ব্লগকে জনপ্রিয় করে তুলতে পারে" – অরুন প্রভুদেশাই শিরোনামের পোস্টটিতে।