বারান্দায় শিম চাষ

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 23 Jan 2015, 12:11 PM
Updated : 23 Jan 2015, 12:11 PM

সয়াবিন তেলের জার কেটে মাটি ভরে সেখানে শিম গাছ লাগানো হয়েছে। শহরে জমি বলতে গ্রিল ঘেরা এক খণ্ড ঝুল বারান্দা! বারান্দার গ্রিল জাপটে বেড়ে উঠেছে শিম গাছ। শীতের সবজি। শুক্রবার সকালে শিম তোলা হল এক প্লেট। তুলতে গিয়ে কিছু শিম রাস্তায় পড়ে গেল। কিছু শিম গাছে ঝুলছে এখনো। ফরমালিন মুক্ত সবুজ সবজির ঘ্রাণ নিতে নিতে শহুরে নাকেও অনুভূত হবে, কতদিন আমরা ক্ষেতের তাজা সবজি খাওয়া থেকে বঞ্চিত!