টং দোকান উচ্ছেদ, তবুও পসরা ফুটপাতে

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 25 March 2015, 05:48 AM
Updated : 25 March 2015, 05:48 AM

দুয়ারিপাড়ার পথমুখী পল্লবীর ভেতর দিয়ে রাস্তা সংলগ্ন এই ফুটপাতে বহু মাস, অথবা ১-২ বছর ধরে গড়ে উঠেছিল টং বেশ কিছু টং দোকান। পিঠা, পানসুপারী ইত্যাদির পসরা চলত রাত পর্যন্ত। গত এক সপ্তাহের মধ্যে দোকানগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু তাতে এই ফুটপাত স্থানীয়দের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে এমন নয়। দোকান ভেঙ্গে বটে, তবে ডালা নিয়েই ফুটপাতে প্রতিদিন পসরা খুলছে। চলছে একই ভাবে রাত পর্যন্ত। এভাবে আরো কিছুদিন পর ঠিক ঠিক টং দোকানগুলো পুনরায় বসে যাবে।

তাহলে প্রিয় প্রশাসন, ফুটপাতে হঠাৎ হঠাৎ দোকান উচ্ছেদের কার্যকারিতা আসলে কী?

(ছবি মোবাইল ক্যামেরায় ধারণকৃত।)