আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 26 Sept 2011, 05:08 AM
Updated : 26 Sept 2011, 05:08 AM

গত বছর ১৪ অক্টোবর সামহোয়্যার ইন ব্লগের ব্লগাররা মিলে একটা ফটোওয়াক করেই ফেলেছিল। শারদীয় পূজোকালীন সময়। রমনা কালী মন্দির ঘুরে তাঁতী বাজারে পথ হারিয়ে অবশেষে শাঁখারিবাজারের চিকন গলিতে পুনরায় সবার জমায়েত। গলির মুখে মুড়কি, খই, নাড়ুর রঙিন পসার। একপাশে নাগরদোলাও ছিল। গলির ভেতর একটার পর একটা পূজোমণ্ডপ! বেশিরভাগ মণ্ডপ মাচার উপরে। ওগুলোর নীচ দিয়ে মাথা নীচু করে যেতে হয়। কোন কোন কোনায় (দোকান বা প্রার্থনালয় বা এমন কিছু) ধুপদানি অর্চনা দেখা গেল। যেখানে চওড়া জায়গা সেখানে ডানে-বামে মঞ্চ করে দেবীরা আসীন। এমনি একটা বড় মঞ্চে দেবী দূর্গার পরাক্রমশীলতায় ধরাশায়ী অসুরকে পাওয়া গেল।