ইভিএম: শংকা, বিভ্রান্তি, অপ্রপ্রচার vs উদ্ভাবন, সাফল্য, সম্ভাবনা

আইরিন সুলতানাআইরিন সুলতানা
Published : 10 Jan 2012, 03:34 PM
Updated : 10 Jan 2012, 03:34 PM

কথা হচ্ছিল মাহমুদুল হাসান সোহাগ এর সাথে, যিনি ইলেকট্রনিক ভোটিং মেশিন গবেষণায় অবদান রাখা বুয়েট টিমের একজন অন্যতম সদস্য। এই অডিও পডকাস্টে তিনি জানিয়েছেন ইভিএম গবেষণার গোড়ার কথা। টেম্পারিং আশংকার বিপরীতে ইভিএম -এর সিকিউরিটি লেভেল, ইভিএম এর কারিগরি দিক, বাইরের ই-ভোটিং কিংবা বিদেশে ব্যবহৃত ইভিএম এর সাথে আমাদের দেশে উদ্ভাবিত ইভিএম -এর পার্থক্য এবং ইভিএম নিয়ে ভবিষ্যৎ গবেষণা বিষয়ে জানা যাবে এই অডিও পডকাস্ট থেকে।