জাবিতে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শনী

আসিফ মাহবুব
Published : 20 August 2016, 01:57 AM
Updated : 20 August 2016, 01:57 AM

জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে, বঙ্গবন্ধুর ইতিহাস ও ঐতিহ্যকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে 'আলোক চিত্র প্রদর্শণ' করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বিপুল ও সহ-সম্পাদক অনিক কুমার।

শনিবার (২০ আগস্ট) রাতে এ আলোকচিত্রের উদ্ভোধন করেন শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুর রহামন জনি ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক অনিক কুমার বলেন, আমরা এ আলোকচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর ১৯৫৪ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তার রজনীতি ,সমাজনীতি, ইত্যাদি তুলে ধরা হয়েছে। আমি আশা করি শিক্ষার্থীরা এ আলোকচিত্রটি দেখলে বঙ্গবন্ধুর ইতিহাস আবার চোখের সামনে বেশে উঠবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, বঙ্গবন্ধুর এ আলোকচিত্রটি প্রদর্শণী করার মাধ্যমে শিক্ষার্থীরা আবার নতুন করে বঙ্গবন্ধুকে জানবে। এ জন্য তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান।