বন্যার্তদের সহায়তায় জাবি শিক্ষার্থীরা

আসিফ মাহবুব
Published : 21 August 2016, 03:16 AM
Updated : 21 August 2016, 03:16 AM

"মানবতার কল্যাণে হাত বাড়িয়ে দাও" এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর দুইটায় মানিকগঞ্জের চালা ইউনিয়নের পরিষদের পুরাত ভবনের সামনে জাবির মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।

হরিরামপুরের চালা ইউনিয়নের বন্যাদূর্গত পাচঁটি গ্রামে বন্যা ও বন্যা পরবর্তী দূর্যোগ মোকাবেলার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে শিক্ষার্থীরা। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ত্রাণ বিতরণ করার পর শিক্ষার্থীরা পরবর্তীতে আবারো দুঃস্থ মানবতার পাশে দাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জাবির ৪২তম আবর্তনের শিক্ষার্থী রবিন (ইতিহাস), ৪৩ তম আবর্তনের পারভেজ (আইবিএ), রাজা (চারুকলা), ৪৪ তম আবর্তনের রুম্মন (চারুকলা), মাসুদ (নৃবিজ্ঞান), ৪৫ তম আবর্তনের তপু (অর্থনীতি), পাপ্পু (ইতিহাস), ইলিয়াস (ইতিহাস) এবং রবিন (ইতিহাস)।