অস্তিত্ব রক্ষার পাল্টাপাল্টি কর্মসূচীতে অন্তহীন পথে জাবি ছাত্রলীগ

monashah
Published : 7 May 2011, 05:05 PM
Updated : 7 May 2011, 05:05 PM

নিজেদের অস্তিত্ব রক্ষার পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তাল এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি। ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার, অবিলম্বে গ্রেপ্তার এবং গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির দাবিতে গত বৃহসপতিবার ক্যাম্পাসে অবস্থানকারী পারভেজ-আজগর গ্রুপ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, উপাচার্যের বাসভবন ঘেরাও সহ ৭ দিনের কর্মসূচী ঘোষণা করে । অপরদিকে গতকাল শনিবার ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী সভাপতি-সাধারন-সম্পাদক গ্র"প ছাত্রলীগের নেতাকর্মীদের উপাচার্যের টাকায় পোষ্য সন্ত্রাসী বাহিনী উল্লেখ করে তাদের প্রতিহত করার জন্য ঢাকা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি প্রদান, শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সহ ৪ দিনের কর্মসূচী ঘোষণা করেছে।