মুক্তাগাছায় মসজিদ

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 28 Sept 2014, 11:48 AM
Updated : 28 Sept 2014, 11:48 AM

মুক্তাগাছায় মসজিদ। ময়মনসিংহ জেলার প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম মুক্তাগাছার পাহাড় পাবইজান গ্রামের চানখাঁ মসজিদ ও হরিপুরের ভূঁইয়া বাড়ি মসজিদ। পুরাতন স্থাপত্য শিল্পের নিদর্শন মসজিদ দুটি এখন সংস্কারের অভাবে ধ্বংসের পথে।
জানা যায় , পাহাড় পাবইজান গ্রামের চান খাঁ মসজিদটি পারস্য এবং মোঘল স্থাপত্যের সঙ্গে শিল্পের ধরন ও মিল রয়েছে। এ থেকে বোঝা যায় যে , মসজিদটি ৫ শ" বছরের পুরাতন। মসজিদটিতে সুলতানী আমলের শিল্প কর্মের মিল খুঁজে পাওয়া যায়। ১৩১৯এবং ১৩৫৭ সালে মসজিদটি সংস্কার করা হয়েছে মর্মে খোদাই করে লেখা আছে।মসজিদটি কারুকার্য খচিত এক গম্বুজবিশিষ্ট।

অপর মসজিদটি লক্ষীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মসজিদ । ১১৩৫ সালে প্রথম মসজিদটি সং¯কার হয়েছিল বলে দেয়ালে উল্লেখ আছে। মসজিদটির দেয়াল ৩৬ ইঞ্চি পুরু। উত্তর পাশে অবস্থিত ভগ্নাবশেষটি আসলে কি ছিল তা কেউ বলতে পারে না । মসজিদটির দৈর্ঘ্য ২০ হাত এবং প্রস্থ ১০ হাত। মসজিদটির সমান আকৃতির দুটি গম্বুজ রয়েছে।
দীর্ঘদিন যাবৎ মসজিদ দু"টি অযতেœ ও অবহেলায় পড়ে আছে । জরাজীর্ণ অবস্থা সত্বেও মসজিদ দু"টিতে ধর্মপ্রাণ মুসলমানগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকে।
সরকারের প্রতœতত্ত্ব বিভাগ মসজিদ দু"টি সংস্কার ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসবে এ দাবী এলাকাবাসীর।