চাই নিরাপদ সড়ক

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 3 Oct 2014, 07:25 AM
Updated : 3 Oct 2014, 07:25 AM

চাই নিরাপদ সড়ক ।বাংলাদেশ এর প্রেক্ষাপটে নিরাপদ সড়ক কল্পনাই করা যায় না । কারণ সড়ক মহাসড়কে দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাদের দেশে সড়কে তাজা প্রাণ ঝড়ে যাওয়ার দৃষ্টান্ত বিশ্বে একটি বিরল বিষয় | নানা কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটে । এর মধ্যে উল্লেখযোগ্য হলো – অতিরিক্ত যাত্রী বোঝাই , জরাজীর্ণ রাস্তাঘাট , ত্রুটিযুক্ত যানবাহন , যাত্রীবাহী গাড়িতে মালবহন ,মালবাহী গাড়িতে যাত্রীবাহন, ট্রাফিক নিয়মাবলী অমান্য করা , সড়কের উপর দোকান- পাট নির্মাণ , ইমারত নির্মাণের সামগ্রী রাখা, সড়কে গবাদী পশু গরু ছাগলের অবাধ বিচরণ ,নসিমন, করিমন চলাচল , ইত্যাদি । এ সকল কারণে বাংলাদেশে ঘনঘন সড়ক দুর্ঘটনা ঘটছে ।এ দুর্ঘটনা এড়ানোর জন্য যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না হয় সে দিকে নজর দিতে হবে , জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করতে হবে । ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে । সড়কের উপর দোকানপাট , রাজনৈতিক দলের অফিস নির্মাণ ও ইমারত নির্মাণের সামগ্রী রাখা বন্ধ রাখতে হবে , রাস্তায় গরু ছাগল নামানো থেকে বিরত রাখতে হবে এবং রাস্তাঘাটে চলাচলকারী ব্যক্তিবর্গের গণসচেতনতা সুষ্টি করতে হবে ।

বাংলাদেশের চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন শুরু করেন । আসলে এ দাবী আজ সকলের । সুতরাং সকলকে নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগী হতে হবে । বেপরোয়া চালককে বোঝাতে হবে । অন্যথায় গাড়ি থামিয়ে ঐ চালককে নিকটস্থ পুলিশে সোপর্দ করতে হবে । তবেই সড়ক দুর্ঘটনার মতো মৃত্যু কূপের ফাঁদে পড়ে অগণিত মানুষকে মৃত্যুর কবল থেকে রক্ষা করা সম্ভব ।