বিশ্ব ডায়াবেটিস দিবসে ময়মনসিংহে সচেতনতা কার্যক্রম

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 14 Nov 2014, 06:00 AM
Updated : 14 Nov 2014, 06:00 AM

ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যসন্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেইেএই শ্লোগান নিয়ে পদযাত্রা আর সেমিনারের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক কার্যক্রম । কাল ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায় নভো নরডিস্ক এর উদ্যোগে ডায়াবেটিস সচেতনতামূলক র‌্যালী ও সেমিনারের আয়োজন করে । অন্যান্য জেলার মত ময়মনসিংহেও দিবসটি সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে হাসপাতালের সকল ডাক্তারদের অংশগ্রহনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন , ময়মনসিংহ মেডিকেল কলেজের এন্ড্রোকাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর নজরুল ইসলাম সিদ্দিকী। তিনি ডায়াবেটিসের নিয়ন্ত্রনের পদ্ধতি ও উপস্থিত ডাক্তাদের সামনে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সর্ম্পকে আলোচনা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মতিউর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার ফাসিউর রহমান, নভো নরডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মি. এ রাজন কুমার ও নভো নরডিস্কে উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। সেমিনার শেষে একটি র‌্যালি প্রিন্সিপাল এর কার্যালয় থেকে শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে শেষ হয়।