মুক্তাগাছার আমীরের হ্যান্ডশেক জীবিকা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 24 Nov 2014, 05:28 AM
Updated : 24 Nov 2014, 05:28 AM

মানুষ জীবিকার তাগিদে কত কিছুই না করে থাকে । তন্মধ্যে চাকুরী, ব্যবসা, শ্রম বিক্রি প্রভৃতি অন্যতম । কিন্তু আমীর হোসেন(৮০) জীবিকার পথ বেছে নিয়েছে ভিন্ন কৌশলে । হ্যান্ডএশক (Handshak) তার আয়ের উৎস । জোড়া তালির আলখাল্লা পরিহিত আমীর ডান হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে রাস্তায় চলাচলরত পথিকের সামনে । এরপর পথিকের হাত লক্ষ্য করে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। হ্যান্ডশেক হয়ে গেলে ডান হাত বাড়িয়ে দেয় পথিকের দিকে । হতভম্ব পথিক পকেটে থাকা কিছু নগদ অর্থ দিয়ে সহযোগীতা করে তাকে । আমীর জানায়, এপেশায় ৬০ বছর পার হয়েছে । জীবিকার তাগিদে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে বেড়ায় সে । সারাবছর ধরে চলে এ ব্যবসা । আমীর জানায়, হ্যান্ডশেক করে প্রতিদিন পাওয়ায় যায় ৩শ' থেকে ৪শ' টাকা । হ্যান্ডশ্যাকের পাশাপাশি কবিরাজিও করে সে । নানান ধরনের পাথর বিভিন্ন মাজার থেকে সংগ্রহ করে পরে তা লাভে বিক্রি করে । আমীরের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার পয়ারকান্দি গ্রামে।