থিউরিটা কেমন ?

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 17 Feb 2015, 04:48 PM
Updated : 17 Feb 2015, 04:48 PM

বাংলাদেশের অধিকাংশ মানুষ হয় আওয়ামীলীগ অথবা বিএনপি'কে সমর্থন করেন ।এই দুইটি দলই ক্ষমতা ধরে রাখতে এবং ফিরে পেতে আমাদের মতো সাধারণ মানুষের উপর যা করেন তা সকলকেই জানি । উভয় দলই ক্ষমতায় থেকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেন বলে দাবী করেন । যদিও উন্নয়ন হয় আমাদের টাকাতেই । তবে উন্নয়নে তাদের পলিসি ভিন্ন । বর্তমান সরকার রাজধানী ঢাকা সিটি কর্পোরেশন ভেঙ্গে দুই ভাগে বিভক্ত করেছে । ঠিক একইভাবে দুই দল মিলে যদি বাংলাদেশকে ২ভাগে বিভক্ত করে তাহলে কেমন হয় ? এই দুই ভাগের এক অংশ আওয়ামীলীগ আরেক অংশ বিএনপি শাসক হলে কেমন হয় ? যদি ২অংশের শাসক এই দুই দল হয় তবে আমরা উন্নয়নের প্রতিযোগীতাও দেখতে পাবো । এক দল উন্নয়নে পিছিয়ে পড়লে আরেকদল তখন সমালোচনা করবে । উন্নয়নে এগিয়ে যাওয়া দল পিছিয়ে পড়া অংশের দায়িত্ব নিয়ে উন্নয়নের অংশ তাদের দিয়ে পিছিয়ে পড়া অংশ আরও উন্নয়ন করে দেখাক আমরা পারি । তখন তো আর দাঙ্গা ফ্যাসাদ হবে না । হলেও হবে নিজেদের দলে । ব্যক্তি আধিপত্য নিয়ে । দুই দলের আধিপত্য নিয়ে নয় । ব্যক্তি আধিপত্য সামাল দেয়া যায় । কিন্তু গোষ্ঠী আধিপত্য নিয়ে দ্বন্দের বলি আমরাই ।