বাই সাইকেল গ্রামের মানুষের এক সহায়ক যান

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 16 March 2015, 07:15 PM
Updated : 16 March 2015, 07:15 PM

গ্রাম বাংলার মানুষের যে যানটি খুবই উপকারে আসে তা হচ্ছে বাই সাইকেল।
বাই সাইকেল একটি পরম্পরার বাহন ।
এমনও পরিবার আছেন যে সাইকেলটি দাদা- বাবা ব্যবহার করতেন এখন সেটি তিনি নিজে চালাচ্ছেন ।
আধুনিকার ছোঁয়ায় মোটর সাইকেল আসলেও বাই সাইকেলের নেই কোন বিকল্প । জরুরি প্রয়োজনে এটি একটি উত্তম মাধ্যম। ছোট-খাট জিনিষ-পত্র আনা নেয়ায় বাই সাইকেল একটি উপকারী যান ।


জানা যায়, ১৮১৭ সালে কার্ল ভ্যান ড্রেইস নামের একজন জার্মান ব্যারন সর্বপ্রথম ঘোড়ায় টানা গাড়ির বিকল্প হিসেবে দুই চাকার এমন একটি বাহন আবিষ্কার করেন যেটি দিয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। তবে ড্রেইসের আবিষ্কৃত ড্রেইসলাইন নামের এই বাহনটিতে আধুনিক দিনের বাই-সাইকেলের মতো কোনো প্যাডেল ছিল না এবং পা দিয়ে মাটিতে দৌড়ানোর মতো করে সেটি চালাতে হতো।
১৮৬০ সালের দিকে ফ্রান্সের উদ্ভাবকেরা সর্বপ্রথম দুই চাকার বাহনের কথা বুঝাতে 'বাই-সাইকেল' শব্দটি ব্যবহার করেন।