ঢাকায় হিজড়াদের সফলতা ময়মনসিংহে কদর

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 1 April 2015, 05:22 PM
Updated : 1 April 2015, 05:22 PM

ঢাকায় হিজড়াদের সফলতার নিদর্শন হিসাবে ময়মনসিংহের হিজড়াদের কদর বেড়েছে । নিদর্শন হিসাবে আজ বুধবার ময়মনসিংহের হিজড়াদের দেয়া হয়েছে সংবর্ধনা ।
আজ বুধবার ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে। সংবর্ধনা পেয়ে যারপরনাই খুশী ময়মনসিংহের হিজড়া সম্প্রদায় । সংবর্ধনা অনুষ্ঠানে হিজড়াগণ বলেন, আমাদের সম্প্রদায়ভূক্তরা করে দেখিয়ে দিয়েছে অসাধ্য সাধণে আমরাও পারি ।

সোমবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চলের দক্ষিণ বেগুনবাড়ীর মসজিদ গলিতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তিন তরুণ। তাদের মধ্যে চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও মিরপুরের মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম জনতার হাতে ধরা পড়ে। পালিয়ে যায় আবু তাহের নামের আরও একজন। তেজগাঁও শিল্পাঞ্চলে সাতরাস্তার অদূরে বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে জিকরুল্লাহকে আটক করেন হিজড়ারা।

ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার সময় ঘটনাস্থলের আশপাশে লোকজনের উপস্থিতি একেবারে কম ছিল না। খোলা ছিল তেজগাঁও শিল্পাঞ্চলের দক্ষিণ বেগুনবাড়ী এলাকার প্রায় সব দোকানপাট। তবে সবাই ছিলেন ভয়ে জড়সড়। তখন খুনিদের ধরতে সাহসী ভূমিকায় দেখা যায় হিজড়াদের। পালানোর সময় হত্যায় জড়িত জিকরুল্লাহকে তারাই জাপটে ধরেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সংবর্ধনা কমিটির সভাপতি এড. নজরুল ইসলাম চুন্নু, জেলা নাগরিক আন্দোলন এর সভাপতি এড. আনিছুর রহমান খান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের জেলার কোষাদক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী যাদব সেন, এড. এমদাদুল হক মিল্লাত, এড. শিব্বির আহম্মদ লিটন, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, অধ্যপক মফিজুর নূর খোকা, এড. আব্দুল মোত্তালিব লাল, এড. সুমন চন্দ্র ঘোষ, তপন সাহা, তারিক হোসেন, সুর্বণা দাস, আলোর পথে হিজরা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি সালমা শেখ, সাধারণ সম্পাদক সন্ধ্যা, সহ-সভাপতি মেরী, সাংগঠনিক সম্পাদক রসনা সহ আরো অনেকে।

বক্তারা বলেন ,গত ২৫ই মার্চ সকালে ঢাকা বেগুন বাড়ি ব্লগার ওয়াকিুর রহমান বাবু নিজ বাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা বাবু লক্ষ্য করে এলোপাতারী কুপাতে থাকে। হিজড়া সম্প্রদায়ের অর্থাৎ তৃতীয় লিঙ্গ তারাই হত্যাকারী সাহসীকতার পরিচয় রেখে ২জন হত্যাকারীকে ধরে ফেলে।

জাগ্রত বিবেকের সাহসী হিজড়াদের ময়মনসিংহ জন উদ্যোগ এর পক্ষ থেকে তাদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।