কুঁচকে যাওয়া আঙ্গুলের ভরে মুহূর্তেই লম্বা গাছে

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 20 Sept 2015, 05:17 PM
Updated : 20 Sept 2015, 05:17 PM


একজন শারীরিক প্রতিবন্ধী যা পারেন আমরা সুস্থ মানুষ অনেকেই তা করতে পারিনা । জীবনযুদ্ধে সফল এক প্রতিবন্ধী ।শারীরিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিকূলতা, আর্থিক অসচ্ছলতা এই সবকিছুকেই জয় করার একমাত্র সম্বল যার মানসিক শক্তি ।

ছবির ব্যক্তিটির নাম মোখলেছ (৬০) । মুক্তাগাছার লক্ষীখোলার বাসিন্দা মৃত কাজু শেখের পুত্র । মোখলেছ ১৮ বছর বয়স থেকে খেজুর তাল গাছ থেকে ফল আর রস সংগ্রহ করেন । এইপেশা তার পরিবার পরিজনের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন । তিনি তার হাতের কুঁচকে যাওয়া আঙ্গুলে ভর করে অনায়াসে মুহুর্তেই লম্বা গাছে উঠে পড়েন । মোখলেছ জানান, শুধু ইচ্ছাশক্তির জোরে জয় করেছি শারীরিক প্রতিবন্ধকতাকে ।