ময়মনসিংহে হাতে তৈরী কাগজের সামগ্রী বিদেশে রপ্তানি

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 11 Feb 2016, 09:02 PM
Updated : 11 Feb 2016, 09:02 PM


ময়মনসিংহের মুক্তাগায় হাতে তৈরী কাগজের সামগ্রী এখন বিদেশে রপ্তানি হচ্ছে। মেনোনাইট সেন্ট্রাল কমিটি(এমসিসি) , জালাল নগর ডেভোলপমেন্ট প্রজেক্ট(জেএনডিপি) নামের দেশী ও বিদেশী কোম্পানী ঘোগা ইউনিয়নের কালিবাড়ি এবং শহরের লক্ষীখোলায় স্থানীয় মহিলা শ্রমিক দিয়ে কাগজ ও কাগজের সামগ্রী তৈরী করছে।

হাতে তৈরী করা হচ্ছে দাওয়াতপত্র, শপিং ব্যাগ, ড্রইং পেপার, র‌্যাপিং ব্যাগ,ফটোফ্রেম, ল্যাম্প শেড ছাড়াও বিভিন্ন রপ্তানি পণ্য। বিদেশে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশেও বাড়ছে এর চাহিদা ।

কারখানা কর্তৃপক্ষ জানান, কাগজ তৈরীতে ব্যবহৃত হচ্ছে কলাগাছ, আনারসের ডাটা,খড়, পাট,ছন,গমের ডাটা, কচুরিপানা । এইসব দিয়ে মন্ড তৈরী করে ছাকনা দিয়ে ঢেকে ফরমার উপর দিয়ে রোদে শুকিয়ে এই কাগজ তৈরী করা হয়। পরে ডিজাইনারের নকশা অনুযায়ী পণ্য তৈরী হয় ।

জাপান,জার্মান,আমেরিকা,অষ্ট্রিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে অর্ডার পাওয়া যায় বলে কারখানা সূত্র জানায়। ২ শতাধিক মহিলার কর্মসংস্তান সৃষ্টি হয়েছে এখানে। জেএডিপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী খসরু জানান, ফেলে দেওয়া জিনিষ নাম মাত্র মূল্যে সংগ্রহ করা হয় ।