গৌরীপুরে নাজিম হালুয়াঘাটে ধোবাউড়ায় জুয়েল

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 19 July 2016, 04:15 AM
Updated : 19 July 2016, 04:15 AM

ময়মনসিংহে ময়মনসিংহ-৩ গৌরিপুরে এবং ময়মনসিংহ-১ হালুয়াঘাটে ধোবাউড়ায় উপ-নির্বাচন আজ সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে ।
নির্বাচনে আওয়ামী লীগ নৌকার প্রার্থীগণ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ।

গৌরীপুরে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৪৩৮ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাপার শামসুজ্জামান নাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ৩৭২ ভোট পেয়েছে।

ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ, জাপার শামসুজ্জামান, ইসলামী ঐক্য জোটের আবু তাহের খান, ন্যাপের আব্দুল মতিন ও স্বতন্ত্র আজিজুল হক অংশ নেয়।


ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৭০ হাজার ১৩৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট।

নির্বাচনী কাজে নিয়োজিত দু'জন সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালুজ্জামান সরকার রাত সাড়ে ৭টায় এ তথ্য জানান।

এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১শ' ৩৩টি। আর দুই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ' ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৬শ' ২২ জন।

নারী ভোটার ছিল ১ লাখ ৮১ হাজার ৭২ জন। নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইউএনও হেলালুজ্জামান সরকার।