ময়মনসিংহে যুক্ত হচ্ছে রাজীবপুর ও রৌমারী

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 24 August 2016, 06:49 PM
Updated : 24 August 2016, 06:49 PM

ময়মনসিংহ বিভাগে যুক্ত হতে হচ্ছে কুড়িগ্রাম জেলার ২ উপজেলা। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলাকে ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার রাজীবপুর উপজেলার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম – ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমীন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন(পিপিএম), জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান , শেরপুরের জেলা প্রশাসক পারভেজ রহিম, কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান শফিউল আলম ও রৌমারী উপজেলার উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান বঙ্গভাষী ও রাজীবপুর উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হাই।