নতুন নেতৃত্ব পেল জাবি’র ক্যারিয়ার ক্লাব

আসাদ জামান
Published : 19 August 2016, 00:01 AM
Updated : 19 August 2016, 00:01 AM

ভূগোল ও পরিবেশ বিভাগের রাব্বি রহমানকে সভাপতি ও মার্কেটিং বিভাগের মাহবুব মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের ক্যারিয়ার ক্লাব। বৃহষ্পতিবার সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, এই কমিটি ক্যারিয়ার ক্লাব'র তৃতীয় কার্যকরী কমিটি। কমিটিতে রয়েছেন সহ-সভাপতি১ জন, সাংগঠনিক সম্পাদক ২ জন, যুগ্ম সম্পাদক১ জন, বিভাগী সম্পাদক ৬ জন, সহ-সম্পাদক ৫ জন এবং কার্যকরী সদস্য ৮ জন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রিতুন মুবতাসীন কবির, সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার মিতু ও তোফায়েল আহমেদ তানু, যুগ্ম সম্পাদক মোহাইমিনুল ইসলাম তাজ, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান, ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স এন্ড ফটোগ্রাফি সম্পাদক নিশাত নুজহাত শারাফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুদীপ্ত সাহা, যোগাযোগ সম্পাদক অদ্রি চাকমা ও কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক কানিজ ফাতেমা নীলা।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কার্যকরী সদস্য জোনায়েদ হাসান ওলি, স্বপ্ন, ওয়ায়েদ আলি, ফজলে রাব্বি, সাইদুল কবির মিতুল, সামজিদুর রহমান অমিও, ইমরান ইমন ও শাহাদাত রাজ।

একই সাথে ৫ জন সহ-সম্পাদকের মধ্যে রয়েছেন- তানজিনা খান কারী- সহ মিডিয়া সম্পাদক, প্লাবন আহমেদ নির্ঝর- সহকারী তথ্য প্রযুক্তি সম্পাদক, বিথিকা সরকার- সহকারী যোগাযোগ সম্পাদক, ইয়াসিন আরাফাত বাপন- সহকারী কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক ও ফারহাবী ইসলাম সিয়াম- সহকারী অর্থ সম্পাদক।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণীর হাতে জন্ম নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হাসান শাহ রিপন এবং সম্পাদক ছিলেন পলাশ আহমেদ।