জাবি’র ১০০ শিক্ষার্থী পাচ্ছেন ‘গেইম-আইডিয়া’ ‍দেয়ার সুযোগ

আসাদ জামান
Published : 24 August 2016, 06:41 PM
Updated : 24 August 2016, 06:41 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের মোট একশ শিক্ষার্থী পাচ্ছেন গেইম আইডিয়া দেয়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের জুরি বোর্ডের সিদ্ধান্তে এর মধ্যে ৩০জন শিক্ষার্থী পাবেন পরবর্তী প্রশিক্ষণ কর্মশলায় অংশ নেয়ার সুযোগ। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখানেই প্রথম শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। বিশ্ববিদ্যালয়ের 'ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর সহযোগিতায় আগামী শনিবার (২৭ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের গ্যালারীতে দিনব্যাপি কর্মশালায় এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আইআইটি'র পরিচালক কে এম আক্কাস আলী বলেন- "শত কোটি ডলারের গেইম ও অ্যাপের বিশ্ববাজার ধরতে প্রস্তুতি শুরু করেছে সরকার। চলতি বছরে বিশ্ববাজারে মোবাইল গেইমের চাহিদা রয়েছে ৯৯ দশমিক ৬ বিলিয়ন ডলার, যেখানে মোবাইল গেইমের বাজার রয়েছে ৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। সেই বাজার ২০১৮ সালের মধ্যে ১১৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে, যেখানে ৪৪ দশমিক ২ বিলিয়ন ডলার আসবে শুধু মোবাইল গেইম থেকে। সেই বড় বাজারে বাংলাদেশকে নেতৃত্বস্থানীয় অবস্থানে নিয়ে যেতে 'মোবাইল গেইমের দক্ষতা উন্নয়ন' প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০ হাজার ডেভেলপার তৈরিসহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার । এজন্য পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপার হিসেবে আট হাজার ৭৫০ জনকে এবং গেইমিং অ্যানিমেটর হিসেবে দুই হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।"

উল্লেখ্য,  নিবন্ধন করার জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করে আপনার তথ্য দিন। ১ম ১০০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

অংশগ্রহন করতে চাইলে নিচের লিঙ্কে প্রবেশ করুন-https://goo.gl/forms/7M1NUFYY1pilvdfn1