স্বাধীনভাবে বাঁচতে চাই

মোঃ আসাদুজ্জামান
Published : 26 Jan 2015, 05:55 AM
Updated : 26 Jan 2015, 05:55 AM

স্বাধীনতার ৪৩ বছর পরও আজ নতুন করে স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছা করেছে । আমরা পাকিস্তানের কাছে আমাদের স্বাধীনতার রক্তিম সূর্য কেড়ে নিয়ে ছিলাম ১৯৭১ সালে , কিন্তু আমরা স্বাধীনতার স্বর্গ সুখ থেকে আজও বঞ্চিত । না আছে আমাদের ব্যক্তি স্বাধীনতা, না আছে আমাদের নির্বিঘ্নে চলার স্বাধীনতা । যদি রাস্তা দিয়ে চলতে গেলে আমাদের লাশ হয়ে ফিরতে হয়, যদি রাস্তা দিয়ে চলতে গেলে পেট্রল বোমা আমাদের শরীরের অর্ধেক পুড়ে দেয় তাহলে কই গেল আমাদের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত স্বাধীনতা? আর কত মানুষের শরীর আগুনে ঝলসে গেলে আমরা আমাদের কাংখিত সেই স্বাধীনতা? বার্ণ ইউনিটে আর কত আজাহারী শুনতে হবে আমাদের ?