বাঙালিরা ভুলোমনা

মোঃ আসাদুজ্জামান
Published : 1 Feb 2015, 12:56 PM
Updated : 1 Feb 2015, 12:56 PM

আমরা সারা বিশ্বে বীরের জাতি হিসাবে খ্যাতি লাভ করেছিলাম ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জয়ের পর । কালক্রমে আমরা আজ আমাদের সেই ভুবন বিখ্যাত সুনাম হারাতে বসেছি দেশের অস্থির রাজনৈতিক সমস্যার কারনে । এর কারণ আমরা এক ভুলোমনা জাতি । আমরা ভুলে গেছি আমাদের অতীত । আমাদের সম্মুখে যখন নতুন একটি সমস্যা এসে পরে আমরা আমাদের সব অতীত ভুলে যাই । তার কিছু জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে যখন লতীফ সিদ্দিকী ধর্ম নিয়ে কথা বললো তখন আমরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলাম কিন্তু এখন আর কোন খবর রাখছি না তারও আগে নারায়ণগঞ্জে ৬ খুনের আসামী নুর হোসেন এখন কি অবস্থায় তা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নাই । এইতো সাম্প্রতিক কালে টক অফ দ্যা কান্ট্রি ঢালিউডের নায়িকা হ্যাপী ও আমাদের তারকা ক্রিকেটার রুবেল এখন ফ্লপ অফ দ্যা কান্ট্রি , যদিও রুবেল এখন জামিনে কিন্তু হ্যাপী এখন কি অবস্থায় তা আমরা জানার চেষ্টাও করি না । আজ বিএনপির টানা হরতাল আর অবরোধ হয়তো কিছুদিনের মধ্যে আমরা ভুলে যাব । ভুলে যাবো কচি খোকা থেকে শুরু করে দাদার বয়সী বৃদ্ধ লোকটার কথা যারা আজ বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সময় কাটাচ্ছে । আর কী লিখবো! গা হিম হয়ে আসতেছে । গো বাঙালি গো ।