এসএসসি পরীক্ষা

মোঃ আসাদুজ্জামান
Published : 3 Feb 2015, 05:51 PM
Updated : 3 Feb 2015, 05:51 PM

সুপ্রিয় দেশবাসীগন ! আমরা আজ কোন সমাজে বাস করতেছি , কোন দেশে ? যে দেশের সম্পদ বলে পরিচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের বেড়ে ওঠা নিশ্চিত করতে পারে না । একজন শিক্ষার্থীর জীবনের ১ম এবং প্রধান পরিক্ষা হিসাবে আমি এস,এস,সি কেই বেছে নেব কারন সেটা তাদের জীবনের ১ম ধাপ । এস,এস,সি পাশের পর একজন শিক্ষার্থী বুঝতে শিখে তার জীবনের লক্ষ্য কি হবে? সেই একজন এস,এস,সি পরিক্ষার্থী যদি বারবার বারবার দেশের নোংরা রাজনীতির বলি হয় তাহলে সে কি শিখবে? তা জীবনের লক্ষ্য কোথায় গিয়ে দারাবে? সেটা কি আমাদের রাজনীতিবিদরা একবারও চিন্তা করে? ২ তারিখের পরিক্ষা ৬ তারিখ, ৪ তারিখের পরিক্ষা ৭ তারিখ এভাবে কতদিনে পরিক্ষা শেষ হবে ? এর কি কোন জবাব আছে মেডাম জিয়া ?