মোস্তাফিজুর রহমান ধুমকেতু নয় বরং ধ্রুবতারা হয়েই থাকুক

মোঃ আসাদুজ্জামান
Published : 21 June 2015, 10:11 PM
Updated : 21 June 2015, 10:11 PM

ধুমকেতু পৃথিবীর আকাশে হঠাৎ করেই দেখা যায় আবার হারিয়ে যায় অনেক দিনের জন্য । কোনটা ৭ থেকে ১১ বছরের জন্য কোনটা আবার অনেক লম্বা সময়ের জন্য । যেমন হ্যালির ধুমকেতু পৃথিবীর আকাশে দেখা যায় ৭৬ বছর পরপর । বাংলাদেশ ক্রিকেটে অনেক নাম আছে যারা ধুমকেতুর মত আসছে আবার হারিয়েও গেছে । মোস্তাফিজুর কে দেখে কিন্তু সেরকম একবারের জন্যও মনে হচ্ছে না । মাত্র উনিশ বছর বয়সের যে ছেলেটার কাছেই মুলত হেরে যাচ্ছে টিম ইন্ডিয়া । যে ছেলেটা ভালোভাবে কথাও বলতে পারে না । ইংরেজি তো নয়ই এমনকি বাংলাও গুছিয়ে বলতে পারে না । সেই ছেলেটাই কিনা প্রথম মেচেই ৫ উইকেট নিয়ে মেচসেরা আবার দ্বিতীয় মেচে যেন আরও অপ্রতিরোধ্য ৬ উইকেট নিয়ে আবারো মেচসেরা । টানা ১ম দুই ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া ২য় খেলোয়াড় । তার সামনে এখন সুযোগ টানা তিন ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ । যদিও সেটা হবে কি না সেটা সময়েই বলে দিবে তবুও অন্তত মোস্তাফিজুর রহমান আমাদের গর্ব যা ধুমকেতুর মত হারিয়ে যাওয়ার নয় বরং ধ্রুবতারার মতই জ্বলজ্বল করবে প্রতিদিনের আকাশে , যাকে দেখে পথহারা নাবিকগণ দিক নির্ধারণ করবে । শুভ কামনা রইল ।