বেকারত্ব ও যুব সমাজের হাহাকার!

মোঃ আসাদুজ্জামান
Published : 30 May 2016, 07:58 PM
Updated : 30 May 2016, 07:58 PM

আগে মাঝে মাঝেই এই ব্লগে লিখতাম । কিন্তু এখন আর খুব বেশি আসায় হয় না । হাতের কাছে যে ইন্টারনেট, মোবাইল কিংবা কম্পিউটার নাই এমনটি নয় । বরং কারন টা অন্য । কারনটা হচ্ছে এখন আর দেশের খবর সেরকম রাখিই না আর লিখব কি? আর দেশের খবর রেখেই বা কি হবে? দেশ তো তার নিজস্ব গতিতে চলছেই । কখনও কখনও একটু আধটু অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে চলে আবার সব ঠিক হয়ে যায় । আর বাঙ্গালীরা যে ভুলোমনা তা তো আর বলার অপেক্ষা রাখে না ! এইতো কয়েকদিন আগেও দেশের মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেল , যেমন তনু হত্যা, সামাদ হত্যা, জুলহাজ এবং তার বন্ধু হত্যা, নিজামীর ফাসি , ব্যাংকের টাকা চুরি ইত্যাদি ইত্যাদি । তারপরও যদি এখন একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সর্বশেষ টক অফ দ্যা কান্ট্রি কি ছিল মনে হয় বলতে পারবে না । আর এটাই চিরন্তন । আর এইসব চিরন্তনের মধ্যে আরও বড় চিরন্তন হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা ।যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আর এটা কমানোর জন্য সরকারের তেমন কোন পদক্ষেপও চোখে পড়ে না । বরং সরকারী চাকুরীতে আরও কমানোই হইতেছে মনে হয় । শিক্ষিত যুবকদের একটি বড় সুযোগ আছে বেসরকারী চাকরি করা । কিন্তু আজকের পর হতাশা নিশ্চয় আরও বাড়বে আমাদের মত যুবসমাজের । বিবিসি বাংলার আজকের রিপোর্ট অনুযায়ী দেশে গ্রাজুয়েট বেকার ২ লক্ষ ৫৫ হাজার । যদিও রিপোর্ট এ ২ লক্ষ ৫৫ হাজার বলা হয়েছে তবুও এই সংখ্যাটা এত সামান্য নয় । কারন ৩৭ তম বিসিএস এর জন্যই শুধু নিবন্ধন করেছে ২ লক্ষ ৪৪ হাজার ! কাজেই এই সংখ্যা যে আরও অনেক বেশি তা সহজেই অনুমেয় । আর দেশে কি পরিমান চাকুরী প্রত্যাশি আছে তা দেখা যায় যখন আপনি কোন চাকরির পরীক্ষা দিতে যাবেন । তাই আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েই যে চাকরি পেয়ে যাবেন এরকম ভাবার কোন কারন নেই ।

সরকারী চাকুরীর ক্ষেত্রে তো বিষয়টা আরও প্রকট । কোটা ব্যবস্থার কারনে সাধারণ ছাত্রদের জন্য তো রীতিমত যুদ্ধই বলা যায় । সাম্প্রতি প্রাইমারি লেভেলে প্রায় ৩৪০০ এর উপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সেটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার জন্য । এতে যে সাধারণ শিক্ষার্থীরা স্বভাবতই হতাশ তা বলার অপেক্ষা রাখে না । আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ করবো শুধু সরকারী চাকুরীজীবিদের কথা চিন্তা না দেশের শিক্ষিত বেকারদের কথাও চিন্তা করে নতুন নতুন সরকারী এবং বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হউক । আর শুরুটা যেভাবে করেছিলাম সেটার মুল কারন এটাই । আমি নিজেও নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত । তাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাবার যথেষ্ট সময় পাই না ।