দৃষ্টি আকর্ষণ

হুমায়ুন কবীর
Published : 23 March 2016, 00:14 AM
Updated : 23 March 2016, 00:14 AM

বাংলাদশের বিভিন্ন শিক্ষাবোর্ড গুলোর মধ্যে কারিগরি শিক্ষাবোর্ড অন্যতম। এই বোর্ডে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এখান থেকে সনদ সংগ্রহ করে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় উচ্চ শিক্ষার জন্য।

কিন্তু সেই সনদে যদি ভুল কোন তথ্য থাকে তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে? ঐ সনদ চাকুরিজীবনে তাকে বিড়ম্বনায় ফেলবে এতে কোন সন্দেহ নাই।

উল্লেখ্য যে, ২০০৪ ইং সনে অনুষ্ঠিত এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসকৃত ছাত্রছাত্রীদের যে সনদ দেয়া হয়েছিল তাতে সনদ ইস্যুর তারিখ ১২.০৬.২০০৭। অথচ পরীক্ষা হয় ২০০৪ ইং সালে। ফলাফল প্রকাশিত হয় ২৯.০৯.২০০৪ ইং সালে। সনদ ইস্যু করা হয়েছে ঐ একই সালে। কিন্তু তারিখ ২০০৭ ইং সালের! তাহলে এই সনদের মূল্য কতটুকু? আর কতটুকু দায়িত্বজ্ঞানহীন হলে এতবড় ভুল করা যায়?

তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার এবং ভুল সংশোধন করার জন্য।