anjana_saha
Published : 13 April 2013, 03:17 PM
Updated : 13 April 2013, 03:17 PM

ঝরাপাতাদের কান্না আর রাত্রির নিকষ আঁধার পেরিয়ে
বৈশাখ এসেছে দ্বারে।
কচি পাতার ঝিরিঝিরি কাঁপন-লাগা ভোরে
ছায়ানটের অপূর্ব সুরে সুরে বটমূল ভেসে যায়,
সুরে সুরে ভাসে জনসমুদ্র
মানুষের দুঃখগুলো অনায়াসে ভেসে চলে যায় দূরে !
যে শিশুটির মুখে এখনও কথা ফোটেনি
দুই পয়সার বাঁশের বাঁশিতে সেও তোলে আধো সুর।

আজ অন্যরকম সকাল, আজ মানুষেরা বড় স্বপ্নপ্রবণ
নতুন সজ্জায় বড় রমণীয় নারী ও পুরুষ
তাদের চোখেমুখে উপচে পড়ছে আলো।
পথের পাশের শিশুটিও কান্না ভুলে
অবাক বিস্ময়ে দেখছে মানুষের আনন্দ-মিছিল;
তার প্রাণেও লেগেছে উৎসবের হাওয়া।
মা তাকে মাটি থেকে কুড়িয়ে দিয়েছে একটি ভাঙা খেলনা
তার ছোট্ট দুটি ঠোঁটে ছড়িয়ে পড়ছে স্বর্গীয় হাসি !
চোখ থেকে ছড়িয়ে পড়ছে অপরূপ বিদ্যুচ্ছটা !