জাবি ছাত্রী চৈতীকে বাঁচাতে এগিয়ে আসুন

শফিক মিতুল
Published : 9 Jan 2016, 06:55 PM
Updated : 9 Jan 2016, 06:55 PM

বাঁচতে চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত প্রথম স্থান অধিকারী মেধাবী ছাত্রী মনিকা রহমান চৈতী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো চৈতীর দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। চৈতী গত তিন মাস যাবত ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তার সহপাঠীরা। বর্তমানে কেবল উন্নত চিকিৎসার মাধ্যমেই তার সেরে ওঠার পথ তৈরি হতে পারে। চৈতির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৪০ লক্ষ টাকা।

এ যাবৎ চিকিৎসার জন্যি ইতিমধ্যেই ২০ লক্ষ টাকা ব্যয় করে নিঃস্ব হয়েছে তার পরিবার। তাই তারা এবার সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন বিত্তবানদের দিকে। এদিকে সাহায্য সংগ্রহে চৈতীর সহপাঠীরাও ছুটছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচিতজনদের কাছে। এমতাবস্থায় অবস্থাপন্নদের সদয় সাহায্যই পারে চৈতির জীবন বাঁচাতে।

চৈতীর জন্য সাহায্য পাঠানোর ঠিকানা:

মো. মতিউর রহমান

সঞ্চয়ী হিসাব নং- ১০০০০২৫৪২ 

সোনালী ব্যাংক, কমলাপুর শাখা।

বিকাশ অ্যাকাউন্ট নাম্বারঃ ০১৭৫০৪৪৭৪০৮