একটি জানা কৌতুকের অজানা প্রয়োগ

মিজান
Published : 29 Jan 2012, 04:25 AM
Updated : 29 Jan 2012, 04:25 AM

একটি কৌতুক শেয়ার করি, আমরা সবাই কৌতুকটি কম বেশী জানি

এক ছেলে তার বাবার সাথে গেছে গ্রামের হাটে।
যেকোন কারনেই তার বাবাকে লোকজন ধরে বেদম মাইর দিল।
ছেলে তো কোনরকমে চলে আসল।
মা জিজ্ঞাসা করল, কিরে তোর বাবা কই।
মা, আর বইলোনা, মানীর মান আল্লাহই বাচায়।
লোকজন হাটের মধ্যে বাবাকে মারছে আর আমি বুদ্ধি করে মানসম্মান নিয়ে চলে আসছি।

যারা প্রতিনিয়ত বিডি ব্লগে ব্লগিং করেন, খেয়াল করে থাকবেন সত্যমে-ব-জয়তে নামক জনৈক ব্লগার জামায়াতের নতুন কৌশল!! শিরোনামে একটি পোস্ট করেছেন। উনি কোন জাতীয় তা আমি জানিনা কিন্তু জামাত জাতীয় নয় তা পরিষ্কার। উনি জামাত বিরোধিতা করতে গিয়ে আত্মসম্মান নির্লজ্জভাবে বিসর্জন দিয়েছেন। উনি কৌতুকের ছেলেটির মত যে, তার বাবাকে মারতে দেখেও বুদ্ধি করে মানসম্মান নিয়ে চলে এসেছে। আমি অবাক হয়ে যাই। কি করে একজন মানুষ , স্বাধীন সার্বভৌম দেশের মানুষ এই ধরনের পোস্ট দিতে পারে।

সবশেষে জানা একটি কৌতুকের যে এই রকম প্রয়োগ হতে পারে কখন ভাবিনি।

বিডি ব্লগ, কিভাবে এই ধরনের একটি লেখাকে ফিচার পোস্ট করে, আমি বুজতে পারছিনা ।
দয়া করে এই ধরনের পোস্টকে ভবিষ্যতে ফিচার না করার জন্য অনুরোধ করছি একইসাথে আরো সচেতন হওয়ার দাবী জানাচ্ছি ।