ধর্মাবমাননার অভিযোগে পাকিস্তানে আবার নৃশংসতা

কালবৈশাখী ঝড়
Published : 6 Nov 2014, 09:53 AM
Updated : 6 Nov 2014, 09:53 AM

ছাইয়ের মধ্যে কথিত কোরানের অর্ধপোড়া পৃষ্ঠা পাওয়ার অস্পষ্ট অভিযোগে এক খৃষ্টান দম্পতিকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হল। মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট শহর কোট রাধাকৃষ্ণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি ও এনডিটিভি। এই বর্বর রাষ্ট্রটিতে ধর্মঅবমাননার অস্পষ্ট অভিযোগে প্রায়ই ভিন্নধর্মী সংখ্যালঘুদের উপর হামলা সহিংসতা চালালো হয়। রাষ্ট্রীয় ভাবেও দুর্বল ব্লাসফেমি আইনের অপব্যবহার করে সংখালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে।

শুধু সংখালঘুরাই না, এই বর্বর রাষ্ট্রটিতে মুসলিম শিয়া, আহামদিয়া ও ভিন্নমতাবলম্বী মুসলিম গোত্র এমনকি শহরকেন্দ্রিক সংস্কৃতিমনা উদারপন্থিরাও রাষ্ট্রীয় ও মোল্লাদের আক্রোশের শিকার হচ্ছে অহরহ। বিবিসি ও বিডিনিউজ২৪ ডটকম সূত্রে জানা যায়, নিহত দম্পতির নাম শামা ও শেহজাদ। হত্যার আগে তাদের ইটখোলার একটি ঘরে আটকে রাখা হয়েছিল। এরপর মসজিদের মাইক ব্যাবহার করে আশেপাশের বসতিতে ধর্ম অবমাননার প্রচারনা চালানো হয়, পরে একদল জনতা এই দম্পতিকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করে। লাশ পুলিশ আসার আগেই জলন্ত ইট খোলার আগুনে ফেলে দেয়া হয়।

এর নাম পাকিস্তান!