মানুষ মানুষের জন্য

কালবৈশাখী ঝড়
Published : 31 Dec 2014, 08:46 PM
Updated : 31 Dec 2014, 08:46 PM

মানুষ মানুষের জন্য।
মানুষ টাকার লোভ বা জান্নাতে যাওয়ার লোভ ছাড়াই একটি শিশুকে বাঁচাতে মানবতাকে বাঁচাতে ৩০০ফুট গভীর নলকুপের পাইপের পাতালে ঢুকে নিজের জীবন বিপন্ন করে, কেউ মানবতাকে বাচাতে লাইফলাইন ছাড়াই বাস উদ্ধার করতে গভীর তুরাগে ডুবদিয়ে নিজের জীবন বিপন্ন করে, কায়কোবাদের মত প্রকৌশলিরা শাহিনাকে বাঁচাতে হ্যাক্সো নিয়ে বিধ্বস্ত ভবনের গভীর গর্থে নেমে জীবন বিলিয়ে দেয়।

অপরদিকে মানবতা বিরোধীরা জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছায় শিশু হত্যার জন্য মানবতাকে ধ্বংশ করার জন্য নিজের গায়ে বোমা বাধেঁ। সর্বচ্চ সংখক শিশু হত্যার জন্য, আত্নহনন করে হলেও!