অবশেষে ভোল পাল্টালেন ব্যারিস্টার রফিক

কালবৈশাখী ঝড়
Published : 25 Jan 2015, 06:15 PM
Updated : 25 Jan 2015, 06:15 PM

অবশেষে ভোল পাল্টালেন ব্যারিস্টার রফিক। এতদিন সংলাপের আহবান জানিয়ে আসলেও এখন ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আলচিত ব্যারিস্টার।
দেশের প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক এক সপ্তাহ আগে ইত্তেফাককে বলেছিলেন 'দেশে এখন যে পরিস্থিতি চলছে, তা থেকে বের হওয়ার একমাত্র উপায় সংলাপ। দুই নেত্রীর মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই, সংলাপেই সমঝোতার একটি উপায় বের হবে।' গতরাতে খালেদা জিয়ার কার্যালয়ের গেইট থেকে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর সেই রফিক-উল হক ইত্তেফাককে বলেন-

"প্রধানমন্ত্রীকে এভাবে ফিরে যেতে হলো, এটা খুবই দুঃখজনক। যে ঘটনা ঘটলো তা প্রধানমন্ত্রীর জন্য প্লাস-প্লাস-প্লাস পয়েন্ট। আওয়ামী লীগ সম্পর্কেও জনমনে ধারণা আরও ভালো হল। প্রধানমন্ত্রী যে সত্যিকারের একজন মা, একজন বোন-খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে তিনি তা প্রমাণ করলেন। এখন আমি বলবো-সংলাপ হবে না, কিসের সংলাপ! লাত্থি মারি সংলাপের। যে ভদ্রমহিলা এই ধরনের আচরণ করতে পারলেন, তার সঙ্গে কিসের সংলাপ?"

প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক এর আরেকটি ভাইটাল কর্ম। ২০১৩তে সরকারের বিপদের সময়ে সময় রফিকুল নেপথ্যে সমর্থন দিয়েছিল। এটি পড়ুন – রফিকুল হকের ভাইটাল মত