বাংলায় যেভাবে আবেগ, ভাব প্রকাশ সম্ভব, ইংরেজীতে তা হয় না

কালবৈশাখী ঝড়
Published : 18 March 2015, 07:35 PM
Updated : 18 March 2015, 07:35 PM

"দেশের সকল স্থান উত্তপ্ত হয়ে আছে! বাংলাদেশ খেলছে, অথচ আমাদের নিজস্ব বাংলা ধারাভাষ্যকার নেই। কেন?" দেশের ৩টি বাংলা চ্যানেল ডাইরেক্ট লাইভ টেলিকাষ্ট করছে, অথচ কোন বাংলা ধারাভাষ্যকার পাঠায়নি, রাখেওনি। এবার অফিসিয়াল কমেন্ট্রি বক্সে বাঙালি কমেন্ট্রেটর আতাহার আলীও নেই।

'সনি' অবশ্য ভাল মানের বাংলায় কমেন্ট্রি করছে। তবে সেটা ইন্ডিয়ান ভিউ, ভারত পক্ষে। আমাদের 'রেডিও ভুমি' অবশ্য অনেকটাই ভাল ভুমিকা রেখেছে। তবে সেটা রেডিও।
বাংলায় যেভাবে আবেগ, ভাব প্রকাশ সম্ভব, ইংরেজীতে তা কখনোই সম্ভব না।