এই তাবিথ কে?

কালবৈশাখী ঝড়
Published : 19 April 2015, 05:30 PM
Updated : 19 April 2015, 05:30 PM

ছবিঃ বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ ও পাসে স্ত্রী জামায়াতে ইসলামীর প্রভাবশালী ইস্কান্দার আলীর মেয়ে।
এই তাবিথ কে? উনি বিএনপির কেউ?

না। উনি অবশ্য বিএনপি'র না। মনোনীত। উনি একজন নামকরা একজন ব্যবসায়ী। হ্যা, তবে ব্যবসায়ী হইলো কবে? স্ক্যান সিমেন্ট, রিরোলিং, টেক্সটাইল, ব্যাঙ্ক এসব কি তাবিথের করা? না। ওনার বাবা আবদুল আউয়াল মিন্টু করেছেন। উনি কী করেছেন? উনি শৈশব থেকে বিদেশী কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাপের টাকায় চলেছেন উনি বাপের বিলাসবহুল বাড়ি থেকে এসি গাড়িতে বাপের অফিসে বসেন, বিকেলে ফিরে যান। পথে গাড়ি থেকে নামা তো দূরের কথা গাড়ির গ্লাস নামিয়ে বাইরে কখনো তাকিয়েছেন কিনা সন্দেহ।

যিনি বাপের সাহায্য ছাড়া বাপের অফিস রুমে বসার যোগ্যতা রাখেন না, এতবড় শহরের খেটেখাওয়া মানুষের দুঃখ্যকষ্ট কিভাবে অনুধাবন করবেন? আনিসের অন্তত একটা পরিচয় আছে। ৮০'র দশক থেকেই উনি একজন শোবিজ তারকা। শুন্য থেকে শুরু একজন কাপড়ের দোকা্নদার থেকে, বাইং হাউস, তারপর গার্মেন্টস মালিক। পরে নেতৃত্ত্বের গুনাবলি ছিল বলে সে BGME নেতা হতে পেরেছিল। এত উপরে উঠতে কারো মাথায় বাড়ি দিতে হয়নি। বা নেতাদের চামচামিও করতে হয়নি। বাপের বা জামাতি শশুড়ের প্রভাব-প্রতিপত্তিরও দরকার হয়নি।