মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য

কালবৈশাখী ঝড়
Published : 23 May 2015, 04:49 PM
Updated : 23 May 2015, 04:49 PM


মানুষ মানুষের জন্য।
মানুষ নিজেদের সম্পদ সর্বশক্তি ব্যয় করে মানবতাকে বাচায়, মানুষের জীবন বাঁচায়।
আর কিছু ধার্মিক নামের মানুষ স্বর্গ লাভের আশায় প্রতি শুক্রবার মানুষ মারতে পেটে বোমা বেঁধে মসজিদে ঢুকে যায়। বলে এরা এই মসজিদে সঠিক ভাবে ধর্ম পালন করছে না।

ক্রিস এবং রেগিনা ক্যাট্রামবোন যুগল। তারা একটি বড় জাহাজ কিনেছেন। কিন্তু তা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে নয়। বরং সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারের জন্য। হ্যাঁ, একটু অবিশ্বাস্য হলেও সত্যি যে, সাগরে ভাসমান হাজারো অভিবাসীদের জন্য নিজের পকেটের টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিস। তার স্ত্রীকে নিয়ে কিনেছেন ১৩০ ফুটের একটি উদ্ধারকারী জাহাজ।
গত গ্রীষ্মে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় হাজার হাজার মানুষ জাহাজ ডুবি বা সাগরে না খেয়ে সাগরে মারা যায়। এমন মানবিক ঘটনা নাড়া দিয়ে যায় ক্রিসকে। সেসময়ই সিদ্ধান্ত নেন উদ্ধারকারী জাহাজ কেনার। যুক্তরাষ্ট্রের এ নাগরিক তার ইতালিয়ান স্ত্রীকে নিয়ে প্রতিষ্ঠা করেন মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন (Migrant Offshore Aid Station (MOAS) । তাদের জাহাজের নাম দেন ফিনিক্স। ২০ জন জাহাজ কর্মী এবং তাদের কন্যা মারিয়া লুসিয়াকে নিয়ে নেমে যান সাগরে, মানবতার সেবায়। উদ্ধার করতে থাকেন অসহায় মানুষদের।