এবারের গ্রন্থমেলায় আমার প্রকাশিত বই দুইটি : হ্যাকিং এন্ড হ্যাকার এবং সফলতার ১০১ টি উপায়

এম. মিজানুর রহমান সোহেল
Published : 19 Feb 2012, 05:08 AM
Updated : 19 Feb 2012, 05:08 AM

ব্লগার হিসেবে পরিচয় দিতে এখন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি । যখন লেখা-লেখি শুরু করেছি তখন এদেশে ব্লগ তেমন পরিচিত হয়ে ওঠেনি । মাসিক রহস্য পত্রিকায় ছাপার অক্ষরে জীবনের প্রথম নাম ও লেখা ছাপা হয়েছিল । এখন জাতীয় দৈনিক পত্রিকায় হাজারও লেখা ছাপা হলেও সেই প্রথম অনুভূতির মত আর হয় না । দৈনিক আমাদের সময়, যুগান্তর, নয়াদিগন্ত ও ইত্তেফাকে লম্বা সময় নিয়ে কাজ করার সুযোগ হয়েছে । ২০০৯ সাল থেকে বই লেখার ভূত ঘাড়ে চাপার পর থেকে মাসে দুই একটার বেশি লেখা দৈনিক পত্রিকায় আর লেখা হয়ে ওঠে না । ফ্রাইডে ঢাকা টাইমস পত্রিকার আমি সম্পাদক । চেষ্টা করছি পত্রিকাটি নিয়মিত প্রকাশ করার । সফটওয়্যার আর ওয়াবসাইটের ব্যবসাও করছি । এর ফাঁকে সময় পেলে নিজের মনে যা চাই বা প্রকাশকের অনুরোধে (অবশ্যই প্রবন্ধধর্মী) বই লিখি । এবারের গ্রন্থমেলা-২০১২ তে আমার দুটি বই প্রকাশিত হয়েছে । ০১. হ্যাকিং এন্ড হ্যাকার (সিরিজ-০১) এবং ০২. সফলতার ১০১ টি উপায় । এই দুইটি বই প্রকাশের মাধ্যমে আমার সর্বমোট ২২টি বই প্রকাশিত হলো । বাংলা ভাষায় প্রকাশিত হ্যাকিং বিষয়ক প্রথম বই "হ্যাকিং এন্ড হ্যাকার" বইটি ২৭০ পৃষ্ঠা, দাম রাখা হয়েছে ৩৪০ টাকা । নয় অধ্যায় জুড়ে হ্যাকিংয়ের নানান বিষয়ে আলোকপাত করা হয়েছে । অধ্যায় এক এ আছে হ্যাকিং দুনিয়ার ময়নাতদন্ত, অধ্যায় দুই এ আছে ইন্টারনেট হ্যাকিং, অধ্যায় তিন এ আছে ই-মেইল হ্যাকিং, অধ্যায় চার এ আছে ফেসবুক হ্যাকিং, অধ্যায় পাচ এ আছে মোবাইল হ্যাকিং, অধ্যায় ছয় এ আছে পাসওয়ার্ড হ্যাকিং, অধ্যায় সাত এ আছে অনলাইন সেবা হ্যাকিং, অধ্যায় আট এ আছে হ্যাকিং নিউজ, এবং অধ্যায় নয় এ আছে হ্যাকিং থেকে বাচার উপায় । সম্প্রতি ইন্ডিয়া-বাংলাদেশ হ্যাকিং যুদ্ধে এ বইটি আপনাদের সহায়ক হবে ইনশাল্লাহ । আর দ্বিতীয় বইটিতে আছে রেফারেন্স ভিত্তিক ১০১ টি বাংলা এবং ফ্রী ১০১ টি ইংরেজি ভাষায় পৃথক পৃথক সফলতার বিশ্লেষণধর্মী সর্বমোট ২০২ টি উপায় । আপনার জীবন বদলাতে হয়তো এই বইয়ের একটি উপায়ই যথেষ্ঠ । ৯৬ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা । উভয় বই প্রকাশ করেছে আল আমিন প্রকাশন । গ্রন্থমেলা-২০১২ এর ০৪৪ নাম্বার স্টলে বই দুটি পাওয়া যাবে । স্টলে আসার আমন্ত্রণ রইলো ।