ওয়াক থু থু দুর্নীতিবাজ

এম.মনসুর আলী
Published : 24 Oct 2016, 07:37 PM
Updated : 24 Oct 2016, 07:37 PM

দুর্নীতিবাজরা দেশের প্রধান শত্রু। দুর্নীতিবাজদের কারণে স্বাধীনতার ৪৫ বছর অতিক্রম হলেও আমরা এখনো অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারিনি। বর্তমানে বাংলাদেশের প্রতি সেক্টরের শিরায় উপশিরায় বইছে দুর্নীতির কালো রক্তের প্রবাহ।রাজনীতি, অর্থনীতি, সমাজ নীতি, শিল্প বাণিজ্য, ব্যবসাসহ সকল ক্ষেত্রেই চলছে দুর্নীতিবাজদের তাণ্ডব লীলা।দেশকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। একাত্তরের মুক্তিযোদ্ধাদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে  সমাজিক  যুদ্ধ ঘোষণা করতে হবে। বড় দুর্নীতিবাজদের শুধু আইনের আওতায় আনলে হবেনা – আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে।কারণ তাদের কালো হাত অনেক বড়। এই মেগা দুর্নীতিবাজদের দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে-পাশাপাশি রাজনীতিবিদদেরও এগিয়ে আসতে হবে। দূর্নীতিবাজ ধরা পড়লে 'ওয়াক থু বদরুল'এ রকম প্রতীকি আন্দোলন করলে, দুর্নীতিবাজরা সমাজে হেয় প্রতিপন্ন হবে এবং দুর্নীতি থেকে তারা আস্তে আস্তে মুখ ফেরাবে বলে আমার বিশ্বাস।