সাংবাদিক নির্যাতনের বিচার চাই

এম.মনসুর আলী
Published : 4 Jan 2017, 03:28 AM
Updated : 4 Jan 2017, 03:28 AM

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বাঁশদহ ইউনিয়ন প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আলীকে অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশ করায় ইউপি চেয়ারম্যান মোশাররফ ও তাঁর লোকজন লাটিসোঁটা নিয়ে তাঁর বাড়ির সামনে তাকে ব্যাপক মারধর করেছে। এ সময় তাঁর হাতের নখ তুলে নেয় তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা তা জানতে পারি।

তার অপরাধ- কয়েক মাস আগে বাঁশদহ এলাকার ১০ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অনিয়ম করেন ইউপি চেয়ারম্যান মোশাররফ। এ ঘটনায় তিনি একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। সাংবাদিকদের কাজ সমাজের সঠিক চিত্র জাতির সামনে তুলে ধরা। তাই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। নির্যাতিত মানুষ শেষ আশ্রয়স্থল হিসাবে সাংবাদিকদের দারস্থ হয়। আর সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরে সুবিধা বঞ্চিত মানুষের সুখ, দুঃখ, হাসি কান্না, সাফল্য ব্যর্থতার কথা।

প্রতিদিনই কোন না কোন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে সংবাদ কর্মীরা। একটি স্বাধীন দেশে একজন মানুষ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হবে তা মেনে নেয়া যায়না। আমরা লেখক, সাংবাদিককুল এর সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

এম.মনসুর আলী
অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া
০১৭১১৪৭১৯৬০/monsor.eza@gmail.com