দিন যায় হায় হায়!(দিনলিপি)

মনসুর মুহাম্মদ
Published : 29 Oct 2012, 02:16 PM
Updated : 29 Oct 2012, 02:16 PM

রাতটা আজ ভাল যাইনি ।মাথা ব্যথায় ঘুম ভাংল ভোর রাতে ।ভেবে ভেবে বের করলাম মাথা ব্যথার কারণ দুশ্চিন্তা (কোন কিছু বারবার ভাবার নামই দুশ্চিন্তা)।

অসহ্য লাগছে । ছোয়া পিঠা খেয়ে ডাইক্লোফেনাক ডিটি টেবলেট আধা গ্লাস পানিতে মিশিয়ে খেলাম। ব্যথাটা পুরোপুরি ছাড়েনি । না ছাড়ার কারণও পেলাম-সকাল থেকেই মাকে নিয়ে একটা কবিতা লেখার জন্য মাথার উপর চাপ সৃস্টি করছি তাই হয়তো ব্যথাটা ছাড়ছেনা ।তাছাড়া সাংসারিক চিন্তাও আমাকে কুড়েঁ কুঁড়ে খাছ্চে ।পুরোটা জীবন ভুলে ভরা । সরাইলের জনপ্রিয় নেতা ইকবাল আজাদকে গত কিছুদিন আগে হালিম গ্রুপের লোকেরা নৃশংসভাবে হত্যা করে ।তাকে নিয়ে একটা পোস্ট দিতে চেয়েছিলাম কিন্তু তথ্যের অভাবে পারলামনা ।তাই নিজেকে র্ব্যথ মনে হছ্চে ।একজন বই খেকো মানুষ পেয়েছি ।জীবনে এমন মানুষ আর দেখেনি ।তবে শুনেছি /পড়েছি কবি সুকান্ত বইয়ের পোকা ছিলেন ।প্রতিদিন একটা মোটা বই পড়ে শেষ করতেন । আমার মতে তিনি সুকান্তের চেয়েও বেশী বই পড়ুয়া ।এই শ্রদ্ধাভাজন ব্যাক্তি হলেন সততা লাইব্রেরীর মালিক মো.আলী মাস্টার ।তারঁ সংস্পর্শে সময়টা ভালই কাটে । 29/10/12(সকাল-১০-৩০মি)