বঙ্গবন্ধুকে অস্বীকার করলেই দেশ থেকে বের করে দিন

মামুনুর রশিদ
Published : 7 March 2015, 07:03 PM
Updated : 7 March 2015, 07:03 PM

শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বাংলাদেশ নামক একটি রাষ্টের প্রতিষ্ঠাতা। আর ৭ই মার্চের ভাষণ বাঙালির মুক্তিসনদের প্রথম সোপান। একটি ভাষণ আগুন জ্বেলেছিল কোটি প্রাণে। সাড়ে সাত কোটি নিরস্ত্র বাঙালীকে করেছিল সংঘবদ্ধ। পরিণত করেছিল স্বাধীনতার চেতনায় উদ্বেলিত প্রতিবাদী জাতিতে।

৭ই মার্চের ভাষণের হাত ধরেই আমরা পেয়েছিলাম স্বাধীনতা, একটি স্বাধীন ভূখণ্ড – বাংলাদেশ। কিন্তু এদেশ বঙ্গবন্ধুকে তাঁর যথার্থ সম্মানের স্থানে আসীন করতে পারিনি কারণ এর পিছনে ষড়যন্ত্র করছে রাজনীতির জঘন্য মানসিকতা।

শেখ মুজিবুর রহমান জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা তা সেটা নিয়ে বিশাল সন্দেহ রয়েছে। অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এদেশের কিছু লোক এখনো এ মহান নেতাটিকে অসম্মান করে, অস্বীকৃতি জানায়। জাতি হিসাবে এ চেয়ে বিশাল দুঃখ আর হতে পারেনা।

মাননীয় সরকার প্রধান আপনার কাছে একান্ত অনুরোধ, মানবতাবিরোধী অপরাধীদের মত, বঙ্গবন্ধুকে অস্বীকার, অস্বীকৃতিকারিদের একটি তালিকা তৈরি করুণ। তাদেরকে অন্তত পক্ষে হলেও এদেশ থেকে বের করে দিন।