আমার কী দোষ?

এ.এইচ.এম নাহিদ কবীর
Published : 4 August 2012, 02:58 PM
Updated : 4 August 2012, 02:58 PM

আমি ২০০৮ সালে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর কম্পিউটার অপারেটর পদে আবেদন করি এবং ৮/৪/২০১১ইং তারিখে ঢাকায় লিখিত পরীক্ষায় অংশগ্রহন করি। যোগ্য বিবেচিত হওয়ায় অবশেষে ২৩/০৯/২০১১ইং তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। দীর্ঘদিন অপেক্ষার পর প্রতিবন্ধী কোটায় বিগত ৫/৪/২০১২ইং তারিখে প্রাক-নিয়োগ শারীরিক ও মানসিক উপযুক্ততা যাচাই এর জন্য বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড আমাকে ২৩/০৪/২০১২ইং হইতে ২৬/৪/২০১২ইং এর মধ্যে উপস্থিত হইতে বলা হয়। সে মতে আমি উপস্থিত হইলে আমাকে মেডিকেল বোর্ড এ প্রেরণ করা হয় এবং আমি যথারীতি মেডিকেল বোর্ডে এ উপস্থিত হইয়া মেডিকেল ফিটনেসের কাজ সম্পন্ন করি এবং মেডিকেল সম্পন্ন হওয়ার পরপরই আমাকে নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহন করা হইবে বলিয়া বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি হইতে অবগত করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপ দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাইতেছি যে, আমি একজন শারীরিক প্রতিবন্ধি হিসেবে চাকুরী প্রাপ্ত হইয়াছি কিন্তু খবরের কাগজে অহেতুক কতিপয় চাকুরী না পাওয়া লোকের প্ররোচনায় টাকা প্রদানের মাধ্যমে এবং প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষন করা হয় নাই, প্রয়োজনের তুলনায় বেশি লোক নিয়োগ করা হয়েছে এবং জেলা কোটা সংরক্ষন করা হয় নাই সহ আরো কিছু মিথ্যা অপবাদ দিয়া আমাদের নিয়োগপত্র স্থগিত করা হইয়াছে। আজ তিনমাস হতে চলল মেডিকেলের পর এখন ও যোগদান করতে পারিনি চাকুরীতে। দোষ যদি করে থাকে তাহলে কর্মকর্তারা করেছে আমি তো করিনি বা আমি কাউকে ঘুষ লেনদেন করিনি। আমি তো প্রতিবন্ধী কোটায় নিয়োগ পেয়েছি। আমাকে কেন সবার মত কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এস.এম.এস মে্ল করেছি এবং অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু পা্নি। আজ আমি কি হেরে গেলাম? আমার কি হবে?