মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাহায্য করুন, আমরাও পারব

এ.এইচ.এম নাহিদ কবীর
Published : 13 Jan 2012, 03:44 AM
Updated : 13 Jan 2012, 03:44 AM

বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিবন্ধিদের বাধার সম্মুখিত হতে হচ্ছে। দেখা যাচ্ছে অনেক সরকারী-বেসরকারী অফিস ১০% প্রতিবন্ধি কোটা অমান্য করছে। তারা এই কোটা কোনভাবে মান্য করছে না। দেশের প্রত্যেকটি জেলায় শোনা যাচ্ছে এই অবহেলার কথা। আপনিত বলেছিলেন প্রতিবন্ধিদের কেউ চাকুরি দিতে না চাইলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু দেথা যাচ্ছে যে, এই কথা বলার পর ও তারা কোন পাত্তা দেয় না। তাদের কাছে গেলে বলে যোগ্য লোক থাকতে প্রতিবন্ধি কেন? আমরা এই কোটায় লোক নিয়োগ দেই না। আমাদের কোন নিয়ম নাই। মাননীয় প্রধানমন্ত্রী সবারইত ভবিষ্যত আছে, সবাইত বাঁচতে স্বপ্ন দেখে। আমাদেরও স্বপ্ন দেখতে ইচ্ছে করে। তাই এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে চাই আপনার সুদৃষ্টি। আমাদেরকে পর না মনে করে প্লিজ আমাদের সাহায্য করুন। আমরা অবহেলিত। আমাদেরকে যারা চাকুরি দিতে চায় না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন। সুযোগ পেলে আমরাও অনেক কিছু করে দেখাতে পারব।আমাদের সাহায্য করুন।