৩৩তম বিসিএস এ কি আমরা উপেক্ষিত?

এ.এইচ.এম নাহিদ কবীর
Published : 1 March 2012, 04:31 PM
Updated : 1 March 2012, 04:31 PM

আজ ৩৩ তম বিসিএস পরীক্ষার সারকুলার ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য যে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য কোটা বরাদ্দ থাকলে ও প্রতিবন্ধি কোটার কথা কোথাও কোন লেখা পাওয়া যায় নাই। তাহলে কি ৩২ তম স্পেশাল বিসিএস এর মত ৩৩ তম বিসিএস ও আমরা উপেক্ষিত। শুধু শুনি এই আইন ওই আইন হয়েছে কিন্তু কোন প্রয়োগ নেই। কদিন আগে কালের কণ্ঠে মধ্যে পড়ে জানলাম যে, বিসিএস ক্যাডারসহ সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন করপোরেশন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরির ক্ষেত্রে প্রতিবন্ধিদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে এবং এটি জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার দ্বারা স্বাক্ষরিত যা ১২ই জানুয়ারী তারিখ দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত যে কোথাও এর বিন্দুমাত্র উল্লেখ দেখলাম না। জানি না দোষ কার এটি কি প্রতিবন্ধি হয়েছি বলে নাকি অন্য কোন কারন।